নিজস্ব প্রতিনিধি- সাভার, ঢাকা:
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শেখ শিমন (২১) নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে শ্রদ্ধাঞ্জলি ফকরুল আলম সমর লিখা একটা লিফলেট পাওয়া যায়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করেন। আটককৃত শেখ শিমন ঢাকা জেলার আশুলিয়া থানার পবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে এবং স্থানীয় ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬ ডিসেম্বর সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন কার্যক্রম চলাকালীন আটককৃত যুবক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত তাকে হেফাজতে নেন। ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, জাতীয় কর্মসূচিতে শৃঙ্খলাভঙ্গ বা অননুমোদিত আচরণের জন্যই তাকে আটক করা হয়েছে। আটককৃত যুবককে বর্তমানে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।