নিজস্ব প্রতিনিধি সাভার (ঢাকা):
আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স। বিজয় দিবস উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি মঙ্গলবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি তাদের গভীর সম্মান জ্ঞাপন করে।
এ সময় জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ একাত্তরের মুক্তিযুদ্ধের সকল বীর সেনানী এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কে এম হারুন অর রশিদ মাসুদ রানা যুগ্ন আহবায়ক ঢাকা জেলা কৃষক দল, দপ্তর সম্পাদক মো রুহুল আমিন আলামিন,সাজ্জাদুল আলম পলাশ সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সহ দপ্তর সম্পাদক আরিফ হোসেন খোকন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক মেহেদি হাসান সহ,জহিরুল ইসলাম কেন্দ্রীয় সদস্য । এছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, ঢাকা জেলা এবং আশুলিয়া থানা পর্যায়ের সকল নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন। এসময় জিয়া সাইবার ফোর্সের সভাপতি কে এম হারুন রশিদ বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করাই হবে আজকের দিনে তাঁদের প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা। তাঁরা মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগ ধারণ করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।