নিজস্ব প্রতিনিধি -মো রুহুল আমিন (আলামিন)
ডিসেম্বর ২০২৫, শনিবার, ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ঢাকা-৪ আসনে এক বিশাল দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুলদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, সহ বিপুল সংখ্যক এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা জনসভায় রূপ নেয়।
রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুর মডেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ধর্মীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু।
নেতৃবৃন্দ বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন। এই মাহফিলের মাধ্যমে ঢাকা-৪ আসনের জনগণ ও দলীয় নেতা-কর্মীরা তাদের নেত্রীর প্রতি গভীর ভালোবাসা ও সংহতি প্রকাশ করেন।