শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
আপডেটঃ
চট্রগ্রাম ১২ পটিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেন এনামুল হক পলিটিশিয়ানদের এমন লয়ালিটি থাকতে পারে, অবিশ্বাস্য! খালেদা জিয়ার চিকিৎসা যাত্রা: জাতির প্রার্থনা ও প্রত্যাশা বিশিষ্ট শিল্পপতি আব্দুর রশিদ ভূঁইয়ার ইন্তেকালে শোকের ছায়া বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় নওগাঁর ধামইরহাটে জিয়া সাইবার ফোর্সের দোয়া মাহফিল। ফুলগাজীতে রফিকুল আলম মজনুর নেতৃত্বে খালেদার জন্য বিশেষ মোনাজাত। টঙ্গীতে তাঁতীদলের দোয়া মাহফিল: খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির নেতাকর্মীদের ঢল গাজীপুরে কৃষক দলের উদ্যোগে এতিম হাফেজদের নিয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া মাহফিল চিকিৎসায় অগ্রগতি, স্থিতিশীল আছেন খালেদা জিয়া—গুজব না ছড়ানোর আহ্বান ডা. জাহিদ সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় বিপুল সংখ্যক মানুষের জমায়েত।

পলিটিশিয়ানদের এমন লয়ালিটি থাকতে পারে, অবিশ্বাস্য!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০ Time View

ডাক্তার এজেডএম জাহিদ হোসাইনের মা সিসিইউতে ভর্তি। এভারকেয়ার হাসপাতালের একই ফ্লোরে বেগম জিয়া এবং উনার মমতাময়ী মা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। বাট এ সিচুয়েশনে উনাকে মা-কে রেখেই বেগম জিয়ার সঙ্গে এয়ার এম্বুলেন্সে লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।

উনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য। বেগম জিয়ার ব্যক্তিগত ডাক্তার; একইসঙ্গে বেগম জিয়ার চিকিৎসায় যে মেডিকেল বোর্ড করা করা হয়েছে, তার প্রধান সমন্বয়কারী সদস্য।

দায়িত্বের প্রতি এতটা কমিটটেড, তিনি কোনো বাচবিচার না করেই বেগম জিয়ার সঙ্গে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

জাহিদ হোসাইন একজন প্রথিতযশা ডাক্তার। ময়মনসিংহ মেডিকেল থেকে এমবিবিএস করার পর বাংলাদেশ কলেজ অফ পিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে এফসিপিএস করেছেন। ২০০১ ইউরোলজিতে এমএস ডিগ্রী নেন। ২০০৪ পাকিস্তানের কলেজ অফ ফিজিমিয়ানসস অ্যান্ড সার্জনস থেকে আবার এফসিপিএস করেছেন। এরপর ২০০৬ সালে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস থেকে এফআরসিপি ফেলোশিপ অর্জন করেছেন।

বড় মাপের ডাক্তার হয়ে নিজেই বেগম জিয়ার হুইলচেয়ার ক্যারি করেন। বেগম জিয়ার হুইলচেয়ার বহন করার জন্য লোকের অভাব হওয়ার কথা নয়, এরপরও উনি দায়িত্ববোধ থেকে হুইলচেয়ার বহনের দায়িত্ব অন্যের হাতে না-দিয়ে নিজেই বহন করেন।

বেগম খালেদা জিয়ার সুস্থতার পেছনে আল্লাহর রহমতের পর উনার সবচেয়ে বেশি অবদান। সব কিছুই, চিকিৎসার এভ্রিথিং, উনিই দেখভাল করেন। এই কঠিন সময়ে যতবার উনি বেগম জিয়ার শারীরিক অবস্থার আপডেট দেওয়ার জন্য মিডিয়ার ক্যামরার সামনে দাঁড়িয়েছেন, আমি খেয়াল করছি উনি ততবারই কথা বলতে গিয়ে কেঁদেছেন। উনাকে পূর্বে কখনো আমি কাঁদতে দেখি নাই৷ বিএনপির শীর্ষ অন্য কোনো নেতাকে বেগম জিয়ার প্রতি এতো ইমোশনাল হতে দেখি নাই।

সশস্ত্র বাহিনী দিবসে বেগম জিয়ার হুইলচেয়ার উনি বহন করেছেন, পাশেই বেগম জিয়ার দু’জন হাউজমেড ছিল। বিভিন্ন বাহিনীর কর্মকর্তার ছিলেন। তাদের হাতে না দিয়ে নিজেই ক্যারি করেছেন; অথচ উনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারকদের একজন, স্থায়ী কমিটির সদস্য। পাশাপাশি একজন বড় মাপের ফিজিশিয়ান।

গতবার চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া পর সেখানেও উনার হুইলচেয়ার বহন করেছেন উনি।

তারেক রহমান উনাকে ‘ডাক্তার সাব’ বলে সম্বোধন করেন৷ গতবার লন্ডনে হিথ্রো বিমানবন্দরে বিদায় দেওয়ার আগের সেই দৃশ্যের ভিডিওতে খেয়াল করেছিলাম, তারেক রহমান উনাকে ‘ঠিক আছে ডাক্তার সাব’ বলে যখন বিদায় দিচ্ছেন, তখন উনার চোখের কোণে পানি চলে আসছে।

উনি ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ-ড্যাবের ৪ বারের মহাসচিব। ২০১০ সালে বেগম জিয়া উনাকে তার উপদেষ্টা বানান। ২০১৬ সালে বিএনপির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন উনি। ২০২৪ সালের আগস্ট মাসে উনাকে দলের স্থায়ী কমিটির সদস্য করা হয় বেগম জিয়ার পরামর্শক্রমে।

উনার বাবা-মা দু’জনে সমাজ সংস্কারক ছিলেন৷ তারা ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন ময়মনসিংহে। উনার আম্মা একজন সুনামধন্য শিক্ষক ছিলেন। এখন নানা শারীরিক অসুস্থতায় মৃত্যুর সঙ্গে লড়ছেন, আল্লাহ উনাকে শেফা দান করুক।

বিএনপির রাজনীতিতে জড়ানোর পর থেকে হাসিনাশাহীর রোষানলে পড়ে বহু নিপিড়ন সইতে হয়েছে উনাকে৷ উনার নামে প্রায় অর্ধশত মামলা রয়েছে। ৩ বার জেল খেটেছেন।

লিখাটি সামাজিক যোগাযোগ মাধ্যম “ফরিদ উদ্দিন রনি’র ওয়াল থেকে নেওয়া। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102