শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আব্দুল মান্নান
সিরাজগঞ্জ: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ৬ নং পোরজনা ইউনিয়নের বাচড়া গ্রামে এক প্রাক-নির্বাচনী জনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার, ০১/১২/২০২৫ ইং তারিখে, ৭ নং ওয়ার্ডের বাচড়া ঈদগাহ্ মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. এম. এ. মুহিত সাহেব। ড. এম. এ. মুহিত তাঁর বক্তব্যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য উপস্থিত সকলের নিকট আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন। এছাড়া, তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। জনসভা ও দোয়া মাহফিলে অত্র এলাকার বিপুল সংখ্যক সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ড. এম. এ. মুহিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন।