প্রতিনিধি, সাভার ঢাকা,
২৩শে নভেম্বর, ২০২৫:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ আসনে (সাভার-আশুলিয়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থীর পক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩শে নভেম্বর, ২০২৫ তারিখে আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি তাঁর বক্তব্যে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সরকারের তীব্র সমালোচনা করে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার করেন। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ সোবহান-এর সভাপতিত্বে জনসভাটি শুরু হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মইনুল ইসলাম বিল্টু, যিনি নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে দেখিয়ে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান। বিশেষ বক্তা হিসেবে আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাছেদ দেওয়ান এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে বিএনপি নির্বাচিত হলে সমাধানের আশ্বাস দেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মইনুদ্দিন বিপ্লব, এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন সহ যুগ্ম আহবায়ক মো: নাজমুল হোসাইন, আলমগীর কোবির মুন্সি, ও আব্দুল হালিম মন্ডল। নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি’র গুরুত্ব তুলে ধরেন এবং ঢাকা-১৯ আসনে দলের বিজয় নিশ্চিত করতে সকলকে নিরলস কাজ করার নির্দেশ দেন। জনসভায় আশুলিয়া থানা, পাথালিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।