নিজস্ব প্রতিনিধি সাভার (ঢাকা):মো রুহুল আমিন (আলামিন)
বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার এবং ঢাকা-১৯ আসনের সাংসদ প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। গত ১৭ নভেম্বর সাভারের সিআরপি ডগড়মোড়া এলাকায় এই জনসংযোগ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ৭নং ওয়ার্ডের সাবেক যুবদল সভাপতি মোহাম্মদ আলি পাঠান কর্মসূচির নেতৃত্ব দেন। স্থানীয় জনসাধারণের মাঝে বিএনপির ৩১ দফার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
ঢাকা ১৯ আসনে সাংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থনে এলাকার মানুষের কাছে ভোট ও সহযোগিতা চাওয়া হয়। এসময় জনসংযোগ কর্মসূচিতে দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্রদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকার বিভিন্ন পথ ও মহল্লা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। নেতৃবৃন্দ জানান, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।