এইচ এম জামিরুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ধানের শীষের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসাহ-উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোঃ মাসুদ রানা প্রধান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থেকে মাঠে কাজ করার আহ্বান জানান এবং দলের নীতিমালা তৃণমূলে আরও শক্তিশালীভাবে পৌঁছে দিতে নির্দেশনা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন— পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, এছাড়াও বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় নেতারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও মাঠপর্যায়ে কর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। কর্মীসভা শেষে উপস্থিতদের মাঝে নির্বাচনী কর্মপরিকল্পনা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।