হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
ফেসবুকের বাজে সিকিউরিটি সিস্টেমকে কাজে লাগিয়ে রাজনৈতিক এক্টিভিস্ট সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফেসবুক একাউন্ট সাসপেন্ড করছে কিছু স্ক্যামাররা!
এক্ষেত্রে তারা কি করে? তারা, টার্গেটেড ব্যক্তিকে মেসেজ দেয় বা টার্গেটেড ব্যক্তিকে নিজেদের ফেইক একাউন্ট এর মাধ্যমে একটা মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে!! করার পর বা আগেই, গ্রুপের নাম এমন কিছু দেয় যেটা সরাসরি আন্তর্জাতিক সন্ত্রাসী টাইপ কিছু বুঝায়!
এর পরেই রিপোর্ট করে সাসপেন্ড করে দেয় টার্গেটেড একাউন্ট!! এখন এ থেকে নিস্তার পাবেন কিভাবে?
১. প্রথমেই, বলে নেই এসব ক্ষেত্রে তারা মেয়েদের নামের একাউন্ট থেকে গ্রুপে ইনভাইটেশন দেয় বা মেসেজ রিকুয়েষ্ট দেয়। সুতরাং মেয়ে আইডি থেকে হোক বা ছেলে, প্রয়োজন না হলে অপরিচিত মেসেজ রিকুয়েষ্ট এক্সেপ্ট করা থেকে বিরত থাকুন
২. চাইলেই যেন অপরিচিত বা ফ্রেন্ডলিস্টের বাইরের কেও আপনাকে কোনো গ্রুপে এ্যাড না করতে পারে বা ডিরেক্ট ইনবক্সে মেসেজ না দিতে পারে সেজন্য,পোস্টে দেওয়া স্ক্রিনশট গুলো ফলো করে “মেসেজ রিকুয়েষ্ট” অপশন চালু করে নিন!!
৩. ফেসবুকের সাথে ইন্সটাগ্রাম কানেক্ট রাখুন এবং ভেরিফাইড রাখুন যদি সোস্যাল মিডিয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়।
৪. সাসপেন্ড হয়ে গেলে এবং একাউন্ট এর সাথে ডকুমেন্টস এর সব তথ্য মিল থাকলে আপিল করুন অথবা আপিল করার আগেই এক্সপার্ট দের সহায়তা নিন।