আন্তর্জাতিক ডেস্ক –
ফিলিপাইনের সেবু দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আঘাত হানা এ ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ে, সড়ক ও বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে যায়। ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে।
বোগো শহরে চার শিশুসহ নয়জন নিহত হয়েছেন। সান রেমিগিও, তাবুয়েলানসহ আশপাশের এলাকায়ও প্রাণহানি ঘটেছে। উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বানতাইয়ান শহরের এক প্রত্যক্ষদর্শী জানান, ভূমিকম্পের সময় তিনি একটি গির্জার পাশে ছিলেন। হঠাৎ দেয়াল থেকে পাথর ভেঙে পড়তে দেখেন। আতঙ্কে তিনি নড়াচড়া করতে পারেননি, শুধু কম্পন থামার অপেক্ষায় ছিলেন।