বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
আপডেটঃ
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম দক্ষিণ জেলার শ্রদ্ধা নিবেদন পটিয়া উপজেলা ও পৌরসভা জিয়া সাইবার ফোর্স বিজয় দিবস পালিত। বিজয় দিবসে স্মৃতিসৌধে নাশকতার পরিকল্পনা, ছাত্রলীগ কর্মী আটক। বিজয়ের দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন লায়ন খোরশেদ আলম। স্মৃতিসৌধে জিয়া সাইবার ফোর্সের শ্রদ্ধা; শহীদদের প্রতি গভীর সম্মান জ্ঞাপন। ভারত থেকে দাউদের সেলফি: সীমান্ত পেরোতে সাহায্য নানকের পিএস-এর। গাজীপুর জেলা জিয়া সাইবার ফোর্স উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে বিএনপির গণসংযোগে উৎসবমুখর পরিবেশ, রনি সমর্থনে হাজারো নেতাকর্মীর মিছিল তফসিল ঘোষণার পরদিনই মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আচরণবিধি তদারকিতে কঠোর নজরদারি শুরু নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা।

প্রচন্ড গরমে পুড়ছে দেশ থাকবে সপ্তাহ জুড়েই

Coder Boss
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৭৮৪ Time View

প্রচণ্ড গরমে পুড়ছে দেশ। মে মাসের শেষদিকে শুরু হওয়া এই তাপপ্রবাহ আগামী পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং মৌলভীবাজার, চাঁদপুর ও নোয়াখালী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ চলতে পারে আরও কয়েকদিন।

গতকালের পূর্বাভাসে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৪১ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দেশে এখন মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান মানবজমিনকে বলেন, এখনো পাঁচ থেকে ছয় দিন এমন মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ থাকতে পারে।

তাপমাত্রা যদি ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে তাকে মৃদু তাপপ্রবাহ বলে। ৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। তীব্র তাপপ্রবাহ বলা হয় যখন তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আর অতি তীব্র হয় ৪২ ডিগ্রি বা তার বেশি হলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102